প্রথমে অপহরণ করে মুক্তিপণ আদায় এরপর মিথ্যা মামলা

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে অস্ত্রের মুখে অপহরণ করে তিন লাখ টাকার মুক্তিপণ আদায়ের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেহাটহাটের একটি কক্ষে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজ। তিনি বলেন, আমি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। আমি প্রবাস থেকে গত ৯ অক্টোবর ছুটিতে দেশে এসেছিলাম। আসার পর শামসুল আলম ও তার স্ত্রী এবং তার সন্তানেরা আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য এবং পাকা ভবন নির্মাণ না করার জন্য হুমকি প্রদান করে। এরপর ২৮ অক্টোবর আমার চার বছরের মেয়ে কাশমীর আকতারের মেয়েকে মারধর করার অভিযোগ এনে আমার পরিবারের উপর হামলা চালায়। সবাইকে মারধর করার এক পর্যায়ে আমি ঘটনা মিটানোর চেষ্টা করি। ততক্ষণে আমার পরিবারের শিশু ও বৃদ্ধসহ ৫জনকে আহত করে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ পরবর্তী থানায় অভিযোগ দিই। মীমাংসার জন্য অভিযুক্তদের থানায় ডাকা হলেও তারা সাড়া দেননি। এর জের ধরে ৩০ অক্টোবর শামসুল আলম ও তার ছেলে মো. সাফায়েত পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে মারধর পরবর্তী অস্ত্রের মুখে অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশাযোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। আজিজকে অপহরণের কিছুক্ষণপর সন্ত্রাসাীরা আবারও অস্ত্রসজ্জিত হয়ে বসতঘরে গিয়ে মুক্তিপণ বাবদ তিন লাখ টাকা নেয়। এরপর অপহৃত প্রবাসীকে ছেড়ে দেয়া হয়। মুক্তিপণের টাকা প্রদান করেন ভুক্তভোগী প্রবাসীর ভাই। পরে আমাদের পরিবারের ৭সদস্যের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমার অসুস্থ বৃদ্ধ বাবা এবং মা সুরা বেগমকেসহ আসামি করা হয়। আমাদের পরিবারের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসলেও মিথ্যা মামলার কারণে এখন আমরা এলাকা ছাড়া। আমরা পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবন যাপন করছি। পাকা ভবন নির্মাণের জন আনা ১০ লাখ টাকার বেশি মূল্যের নির্মাণ সামগ্রী নষ্ট হচ্ছে। তিনি আরও বলেন, এর আগে ৭-৮ বছর পূর্বে আমাদের বসতঘর জোরপূর্বক দখল করে নেয়। স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা নিরপেক্ষভাবে বিচার করে তাদের দখলকৃত জায়গা উদ্ধার করে দিয়েছিল। এবারের ঘটনার পরও আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘটনায় সামাধানের উদ্দেশে তাদের বার বার আহবান জানালেও তারা কোনো রকম কর্ণপাত করেনি। আমাদের জায়গার বেশি কিছু অংশে তৎকালীন আওয়ামী নেতাদের প্রভাব বিস্তার করে তারা বসতঘর তৈরি করে বসবাস করছে। কিছু অংশে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে। তাছাড়া সাফায়েত আমাদের প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী প্রবাসী নুরুল আজিজের বাবা বাদশা মিয়া, মা সায়েরা বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।