প্রথমবার যুক্তরাজ্যে ছেলেদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’

1

যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-২০২৩ সালে শিশুদের নামের জরিপ করে নতুন এই তালিকাটি প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।
নতুন তালিকায় মুহাম্মদ নামটি ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি। মেয়েদের মধ্যে টানা অষ্টম বছরের মতো ‘অলিভিয়া’ সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ ও ‘আইসলা’। প্রতি বছর ওএনএস সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে।
প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে। ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন ‘মুহাম্মদ’ নামের শিশু জন্মগ্রহণ করেছে।