প্রথমবার আইপিএলে জিম্বাবুয়ের মুজারাবানি

1

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইপিএলে ডাক পেলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে দুই ইনিংসে ৯ উইকেট নেওয়া এই বোলারকে দলে ভিড়িয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথমবারের মতো আইপিএলে ডাক পাওয়া মুজারাবানি বদলি হয়েছেন লুঙ্গি এনগিদির। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য আইপিএল ছেড়েছেন। আইপিএলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জিম্বাবুয়ের এই পেসারকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে আরসিবি। আগামী ২৬ মে থেকে তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি খেলেছেন ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, ৫৫টি ওয়ানডে ও ১২টি টেস্ট। টি-টোয়েন্টিতে তার শিকার ৭৮ উইকেট। এর বাইরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং আমিরাত লিগের মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ তিনি।