স্পোর্টস ডেস্ক
প্রথম একাদশে যখন নিয়মিত সুযোগ পাচ্ছেন গন্সালো গার্সিয়া, কোচের আস্থা তার ওপর তো আছেই। কিন্তু চার ম্যাচে তিনি গোল করে ফেলবেন তিনটি, এতটা ভাবতে পারেনি কোচ শাবি আলোন্সোও। কদিন আগেও ফুটবল বিশ্বের খুব কম লোকই চিনত তরুণ এই ফরোয়ার্ডকে। সেই তিনিই এখন ক্লাব বিশ্বকাপের চমক, তারকায় ঠাসা দলের নতুন রত্ন। তাকে নিয়ে উচ্ছ¡সিত কোচ আলোন্সো। কিলিয়ান এমবাপে অসুস্থ না হলে আর এন্দ্রিক চোটে না পড়লে হয়তো ডাগআউটেই বসে থাকতে হতো গার্সিয়াকে।
প্রথম একাদশে জায়গা তো মিলত না নিশ্চিতভাবেই। সেই তরুণই এখন ম্যাচের পর ম্যাচে রেয়ালের নায়ক। ক্লাব বিশ্বকাপের চার ম্যাচে সরাসরি অবদান তার চার গোলে। একটি গোলে সহায়তা করেছেন, নিজে করেছেন তিনটি। এর সবশেষটি মঙ্গলবার শেষ ষোলোয় ইউভেন্তুসের বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু ম্যাচটি।