বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ত্রাণ টিম ফেনী সদর, পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, দাগনভ‚ঁইয়া, সোনাগাজী উপজেলাসহ প্রত্যন্ত এলাকার বানভাসি দুর্গত মানুষের মাঝে দিনভর ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ২৮ আগস্ট ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদের নেতৃত্বে বন্যা কবলিতদের মাঝে কাপড়, ওষুধ, শুকনো খাবারসহ নানা ত্রাণ সামগ্রী প্রদান করা হয়। ত্রাণ বিতরণকালে এম. সোলাইমান ফরিদ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় এখনো লাখ লাখ মানুষ সীমাহীন কষ্ট পাচ্ছে। অনেক এলাকার মানুষ এখনো পানিবন্দী। প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী ঠিকভাবে পৌঁছাচ্ছে না। সরকারকে অবিলম্বে উদ্যোগ নিয়ে প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণ, বিধ্বস্ত বাড়ি-ঘরগুলোর তালিকা তৈরি করে অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে হবে। ইসলামী ফ্রন্ট নেতাকর্মীসহ সবাইকে বন্যার্তদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ কাযী মুহাম্মদ নুরুল আলম, প্রচার সচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, প্রকাশনা সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম, চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, যুবসেনার সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, মাওলানা ওয়ালী উল্লাহ, অধ্যক্ষ সাইদুল ইসলাম মজুমদার, মাওলানা নুরুন্নবী রহমানী, মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম যুক্তিবাদী, হেলাল হাসান, জহিরুল হক, মাওলানা জসিম উদ্দিন, মঞ্জুর মাওলা সর্দার, আলমগীর ফরাজী, গোলাম সরওয়ার ভুঁইয়া, আব্দুল হালিম প্রমুখ। বিজ্ঞপ্তি