প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে নগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি

2

নিজস্ব প্রতিবেদক

সমাবেশ ও র‌্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করবে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। তাছাড়াও ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, ফেস্টুন ও বিলবোর্ড প্রদর্শনসহ নানা কর্মসূচি রয়েছে সংগঠনটির।
নগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ৮টায় নগর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় নগরীর ষোলশহর দুই নং গেইটস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। বেলা ২টা ৩০ মিনিটে নুর আহমদ সড়কে সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ অর্পণ, বিকালে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হবে। নগর বিএনপির নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন। মঙ্গলবার থানা পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে নূর আহমদ সড়কে। যদিও কেন্দ্রীয় কোনো নেতা সমাবেশে উপস্থিত থাকছেন না। নগর বিএনপির নেতৃবৃন্দ নিয়েই এ সমাবেশ করবে নগর স্বেচ্ছাসেবক দল।
এর আগে গত ১৭ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহবান জানান। এতে বলা হয়, দেশব্যাপী সকল জেলা ও মহানগরে আগামী ১৯ আগস্ট এবং সকল থানা, উপজেলা ও পৌর শাখায় আগামী ২০ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে উল্লিখিত কর্মসূচিসমূহ যথাযথভাবে পালনের জন্য অনুরোধ জানিয়েছেন।