প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার বিকল্প নেই : ড. ইফতেখার

53

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, আমাদের শিশুদের মেধা বিকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পরিপূর্ণভাবে জানাতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি কোন ছলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একাত্তরের মহান স্মৃতিকে ম্লান করতে না পারে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মেধার কোন বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনে দেশ ও জাতীর কর্ণধার। তিনি গতকাল ২৫ অক্টোবর শুক্রবার সকালে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে রবীন্দ্র-নজরুল স্মৃতি পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে ‘রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা-১৯’ পরিদর্শনকালে এসব কথা বলেন। পরীক্ষায় নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির (এনসিটিবি কারিকুলাম অনুযায়ী বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম) প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চবি সমাজতত্ব বিভাগের সাবেক ডিন প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিন, বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি কমিটির প্রধান পৃষ্ঠপোষক সজল বরণ সেন, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শিবু প্রসাদ দত্ত, রবীন্দ্র-নজরুল স্মৃতি মেধাবৃত্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক শিপুল কুমার দে, আহবায়ক প্রকৌশলী সুভাষ গুহ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক টিংকু চৌধুরী, সদস্য সচিব শিক্ষক শ্যামল বৈদ্য সবুজ, লায়ন ডা. বিধান মিত্র, লায়ন ডা. আর.কে রুবেল, অধ্যাপক মনোজ দেব, শিক্ষক রূপক শীল, রূপন মহাজন, পিনাক সেন, সুজন দাশ, মৃণাল দাশ, শিমুল দাশ, সজল মজুমদার, ডাক্তার বিদ্যুৎ দাশগুপ্ত, অধ্যাপক জয়া দত্ত, রিংকু ভট্টাচার্য্য, কল্লোল সেন, পম্পি দাশ, জয়রাজ শীল, সুজন মজুমদার, মাস্টার সমর দাশ, বিপ্লব চৌধুরী, লিটন দাশগুপ্ত, রাজীব দাশগুপ্ত, বাপ্পা দাশ, মিল্টন আচার্য্য, শিক্ষক মৌসুমী চৌধুরী, সুধীর দে, তাসলিনা আক্তার লিজা, ফাহমিনা ইয়াসমিন, সজীব মজুমদার, পাঁপড়ি দাশ, পৌষালী সেন, শান্তা মজুমদার, সেতু তালুকদার, পোপন দাশ, জয়ন্ত দাশগুপ্ত, শ্রীকান্ত মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি