প্রতিমা তৈরিতে ব্যস্ত চন্দনাইশের কারিগরেরা

1

চন্দনাইশ প্রতিনিধি

রংপুরের কারিগর ল²ণ পাল কাঁদা-মাটি, খড়-কাঠ সংগ্রহ থেকে শুরু করে প্রতিমা তৈরিতে ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই কর্মযজ্ঞ। যেন দম ফেলার সময় নেই কারো। আসছে শরৎ শারদীয় দুর্গাপূজা। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব এই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হতে এখনও ১২ দিন বাকি। কিন্তু রাতে-দিনে চন্দনাইশে প্রতিমা তৈরির কারিগররা ঘুমহীন ব্যস্ততায় নিমগ্ন ল²ণ পালের মতোই।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে চন্দনাইশের বিভিন্ন এলাকায় প্রতিমা বানাতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গত বছর চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১১১টি মন্ডপে পূজা অর্চনা হয়। এবার ১২৮টি মন্ডপে এই পূজা উৎসব অনুষ্ঠিত হবে।
প্রতিমা তৈরির কারিগররা বলছেন, প্রায় ২ মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এবার মাঝে মধ্যে বৃষ্টি হওয়ার কারণে সমস্যা হচ্ছে। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরির অর্ডার এখনও নেয়া হচ্ছে। একটি প্রতিমা তৈরি থেকে শুরু করে রংয়ের আঁচড় দিতে কমপক্ষে ১৫-২০ দিন লেগে যায়। বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিটি প্রতিমা ভেদে ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা মজুরি দিয়ে প্রতিমা তৈরির অর্ডার গ্রহণ করছেন তারা।
রংপুরের কারিগর লক্ষণ পাল চট্টগ্রামে এসেছেন প্রতিমা তৈরির অর্ডার পেয়ে। তিনি বলেন, ২ মাস আগে থেকেই আমরা প্রতিমা তৈরির কাজ শুরু করেছি। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি মন্ডপে প্রতিমা তৈরির অর্ডার পেয়ে কাজ শুরু করেছি সঙ্গীদের নিয়ে। এখন প্রতিমাগুলোতে মাথা লাগানোর কাজ চলছে।