চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশের কাঞ্চননগর মুরাদাবাদে অভাবের তাড়নায় ৪ বছরের প্রতিবন্ধী শিশুকন্যাকে পুকুরঘাটে রেখে চলে গেছেন মা। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি কোথায় গেছেন, গতকাল রাত পর্যন্ত তা জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. আনিসুর রহমান বলেন, কাঞ্চননগর মুরাদাবাদের দরফর বাড়ির মো. লিটন (৩০) একই এলাকার মৃত মুন্সি মিয়ার মেয়ে নিশান আকতারকে ৭ বছর আগে বিয়ে করেন। তাদের ১ম কন্যা সন্তানের বয়স ৬ বছর, ২য় কন্যা সন্তান প্রতিবন্ধী, তার বয়স ৪ বছর। লিটন কোন কাজ-কর্ম না করায় সংসার অভাব-অনটনে পড়ে। লিটন কিছুদিন আগে এলাকা ছেড়ে চলে যান। এরপর অভাবের সংসারে নিশান ২ সন্তানকে নিয়ে বিপাকে পড়েন। অবশেষে গতকাল বিকালে বাড়ির পাশে এক পুকুর ঘাটে প্রতিবন্ধী ৪ বছরের শিশুকন্যাকে রেখে উধাও হয়ে যান। সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে কেউ নিচ্ছে না দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, থানার ওসি ও ৯৯৯ এ খবর দেন। রাত সোয়া ৮টায় সমাজসেবা অধিদপ্তরের লোক এসে বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন বলেন, মেয়েটির মামার বাড়ি একই এলাকায়। তাদের কাউকে শিশুটিকে লালন-পালনের দায়িত্ব দিয়ে আর্থিকভাবে সরকারি সহযোগিতা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা কর হবে।