নিজস্ব প্রতিবেদক
প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ‘রয়েল এয়ার সার্ভিস’ নামের এক ট্রাভেল এজেন্সির মালিক মোহাম্মদ আবুল কাসেমকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। সোমবার কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
এর আগে তার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ এনে ‘আল ইমাম হজ্জ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস’ এর মালিক মো. ইরফানুল করিম কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, প্রতারণার অভিযোগে একজন ট্রাভেল এজেন্সি মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে।
থানায় দায়ের করা এজাহারে ভুক্তভোগী ইরফানুল করিম উল্লেখ করেন, আবুল কাসেমের সাথে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত আবুল কাসেম তাদের এজেন্সি থেকে ৮০৬ জন যাত্রীর জন্য উমরাহ ভিসা ও টিকিট নিয়েছিলেন। কিন্তু এর বিপরীতে তিনি ৩৩,৩৬,৭৮০ টাকা বকেয়া রেখেছেন। এছাড়াও, লাইসেন্সের ব্যাংক গ্যারান্টির জন্য ৬ লক্ষ টাকা ধার নিয়ে ফেরত দেননি। তিনি পাওনা টাকা আদায়ের জন্য ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ এর দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। গত ২৩ নভেম্বর তিনি আবুল কাসেমের অফিসে গিয়ে পাওনা টাকার কথা বললে তিনি মারমুখী আচরণ করেন এবং টাকা দিতে অস্বীকার করেন।