গত ১৯ মে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ডটেকনোলজি চিটাগং (ইউএসটিসি)’র ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদ সেমিনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বøক-ডি-তে অবস্থিত সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা মাইন্ডসেট বিকাশের লক্ষে আয়োজিত এই সেমিনার ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকারী হিসেবে স্নাতকদের গড়ে তোলা এই মূলমন্ত্রে বিশ্বাসী ইউএসটিসি’র ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদ ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, যিনি আনুষ্ঠানিকভাবে সেমিনার উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বর্তমান বিশ্বে উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ চট্টগ্রাম’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ওশানভেঞ্চারের ব্যবস্থাপনা অংশীদার মো. আরাফাতুল ইসলাম আকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএসটিসি রিসার্চসেলের পরিচালক ও অর্থ ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ফাহমিদা আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান চন্দ্রাদাস। বিজ্ঞপ্তি