প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভা

6

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং রাস্তার ধারের অবহেলিত শিশুদের, ক্ষুধার্ত ও অনাথ বিপদাপন্ন মানুষের আশ্রয়দাত্রী মহিয়সী সন্ন্যাসী নারী, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভা শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি উভয় মহান ব্যক্তির গৌরবোজ্জ্বল জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সাহসিকতার সাথে জীবন উৎসর্গ করার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ শাহজাহান, খাদিজা বেগম, মাহফুজুর রহমান, সুধীর চন্দ্র বিশ্বাস, আব্দুল মোতালেব ও সাথী আক্তার প্রমুখ। বিজ্ঞপ্তি