ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র পরিচালিত বিএসসি ইঞ্জিনিয়ারিং সমমান এএমআইই কোর্সের ৮৯তম ব্যাচের ওরিয়েন্টেশন ও উদ্বোধনী অনুষ্ঠান ১৮ মে সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এএমআইই পাঠক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা উপ-কমিটির আহব্বায়ক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার এর সভাপতিত্বে এবং কমিটির সদস্য-সচিব প্রকৌশলী মো. কামরুজ্জামান এর সঞ্চালয়নায় উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডবিøউ) প্রকৌশলী রফিকুল ইসলাম ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান।
কোর্স উদ্বোধন করে প্রধান অতিথি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, এএমআইই আন্তর্জাতিকমানের মর্যাদাশীল একটি পেশাদারী প্রকৌশলী ডিগ্রী। বাংলাদেশ সরকার স্বীকৃত ও বুয়েটের তত্ত¡াবধানে এই ডিগ্রী আইইবি, চট্টগ্রাম কেন্দ্র নিয়মিত পরিচালিত করে আসছে। তিনি যুবসমাজকে কারিগরী, প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে নিজেকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলে দেশ ও বিদেশে কাঙ্খিত সুনাম অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একনিষ্ঠ ও একাগ্রতার সাথে পড়ালেখায় মনোযোগী হলে সহজে এএমআইই পাশ করা যায়। এছাড়াও তিনি স্ব স্ব কর্মক্ষেত্রে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে দুর্নীতিমুক্ত, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভ‚মিকা রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের এএমআইই উপ-কমিটির আহব্বায়ক প্রকৌশলী তৌহিদুল আনোয়ার বলেন, এএমআইই পাশ করলে সরাসরি আইইবি’র সহযোগী সদস্য পদ পাওয়া যায়। অপরদিকে কোন কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করলেও আইইবি’র সহযোগী সদস্য পদ পাওয়া যায় না। তিনি স্বল্প খরচে কর্মজীবীদের জন্য এএমআইই অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি নীতিবান, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে কর্মের পাশাপাশি উচ্চ শিক্ষা অর্জনের উপর গুরত্বারোপ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম, ইআরসি’র এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর, কাউন্সিল সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, কেন্দ্রের সিনিয়র সদস্য প্রকৌশলী মো. শোয়েব, প্রকৌশলী মো. রেজাউল করিম, প্রকৌশলী মো. ইউসুফ ও এএমআইই’র ছাত্র আরিফ হোসেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, প্রকৌশলীবৃন্দ, রিসোর্স পার্সন এবং ৮৯তম ব্যাচের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্বল্প খরচে ডিপ্লোমা প্রকৌশলী এবং এইচএসসি (বিজ্ঞান) পাস ও প্রকৌশলী সংস্থায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্নকারী শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিচালিত পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রীর সমমানের এএমআইই ডিগ্রী অর্জনের সুযোগ পায়। চুয়েট ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত রিসোর্সপার্সনরা পাঠদান করেন। বিজ্ঞপ্তি