প্রকৌশলী শফিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা

1

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ডুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি, আইইবি’র সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম প্রকৌশলী মো. শফিকুল ইসলাম এর মৃত্যুতে এক শোকসভা ও মিলাদ মাহফিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। শোকসভায় এ্যাব, চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী সেলিম মো. জানে আলম সভাপতিত্ব করেন। এসময় এ্যাব, চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এবং সহ-সভাপতি ও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বক্তব্য প্রদান করেন। এতে মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রের এবাদতখানার ইমাম মাওলানা মুহাম্মদ আবু তাহের। শোকসভা ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে প্রকৌশলী তৌহিদুল আনোয়ার, প্রকৌশলী মো. কামরুজ্জামান, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ইমরান খান, প্রকৌশলী জাবের রনি, প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকৌশলী এ এস এম সায়েম, প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি