‘যখন যেমন মনে করি, তাই হতে পাই যদি, আমি তবে একখানি হই ইচ্ছামতী নদী’। কবিগুরুর রচিত ছোটদের কবিতা ইচ্ছামতী নামকে ধার করে বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম শিশুবিভাগের বিভিন্ন বিভাগের বাচিকমূল্যায়ন অনুষ্ঠানের নামকরণ ‘ইচ্ছামতী’। গত ২৩ মে নগরীর এনায়েত বাজার মহিলা কলেজ চট্টগ্রামে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলে এ ইচ্ছামতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার ও আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী। তারা বলেন, এ ইচ্ছামতী প্লাটফরমটি বোধনের শিশুবিভাগের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রাক-প্লাটফরম। যেখান থেকে প্রতিটি গন্তব্যে নিজেদেরকে ছাড়িয়ে যাবে, সমৃদ্ধ করবে তাদের প্রাত্যাহিক শিক্ষাজীবনকে। এবারের ইচ্ছামতী অনুষ্ঠানের মূল্যায়ন পর্বে বিচারক ছিলেন আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, লিমা চৌধুরী, লিংকন বিশ্বাস, সুচয়ন সেনগুপ্ত ও শর্মিলা বড়ুয়া। এতে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আবৃত্তি পরিবেশনায় ছিলো অনির্বাণ ৬১, বর্ণিল ৬২, তপস্বী ৬৩ এবং পংক্তি শিশুবিভাগের শিক্ষার্থীরা। যেখানে পঙক্তি বিভাগ থেকে ঐন্দ্রিলা মুহুরী, রাজন্যা সিংহ, কীর্তিমান চৌধুরী, অনিন্দ্য চৌধুরী, দেবাজ্যোতি দে, বিশ্বরুপ দাশ, সৌমিত্র দাশ, প্রত্যুষ বিশ্বাস, উম্মে তাবাস্মিতা ইনায়া, ঋত্বিকা খাস্তগীর, অস্মিতা সেন, প্রজ্ঞা বড়ুয়া, উদ্দীপ্তা বিশ্বাস, মোহাম্মদ বিন আব্দুল কায়ান চাঁদ, নাভানুল ইসলাম, পূর্ণতা বড়ুয়া, মোহর বিশ্বাস, অপ্সরা বিপ্লব জুহি, অনুদীপ নাথ, ঈশান মজুমদার, আবির রায়, রাজর্ষি চৌধুরী আবৃত্তি পরিবেশন করেন। অনির্বাণ ৬১ আবর্তন থেকে প্রশিক্ষণার্থী প্রত্যুষ বড়ুয়া, দুর্জয় বড়ুয়া, সুমিত্র বড়ুয়া প্রত্যয়, তুষিতা বড়ুয়া, অদিত্রী চৌধুরী, নির্ঝর বড়ুয়া সোপাক, অনাময় শ্রীনন চৌধুরী, অনিরুদ্ধ কর্মকার, সুহৃদ বর্ধন, দিয়াড়া আইচ, তাসনুভা ইসলাম ওহীসহ সকল শিক্ষার্থী উজাড় করে নিজের সত্তা বিকাশে মুখিয়ে ছিলো। বিজ্ঞপ্তি