প্রকাশ বড়ুয়ার মৃত্যুতে শোকসভা

1

পটিয়ার ছত্তর পিটুয়া পূর্ণানন্দ বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসক প্রয়াত শিক্ষক সন্তোষ বড়ুয়ার ২য় পুত্র বাবু প্রকাশ বড়ুয়া গত বৃহস্পতিবার সকালে নগরীর একটি ক্লিনিকে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার বিকালে প্রয়াণোত্তর শেষকৃত্য ও অনিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপ সংঘরাজ মৈতলা সর্দ্ধম জ্যোতি বিহারের অধ্যক্ষ শাসনপ্রিয় মহাথের, প্রধান ধর্মদেশক পরামানন্দ মহাথের। বক্তব্য দেন ধর্মপ্রিয় থের, প্রিয়দর্শী থের, পূর্ণরত্মন থের, সুগতবোধি থের, সুমেধানন্দ থের, জানরক্ষিত মহাথের, প্রজ্ঞামিত্র থের। সভাপতি অঞ্জন বড়ুয়া ও উৎপল বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন আদিত্য বড়ুয়া, বিমল বড়ুয়া প্রমুখ। আজ সোমবার অষ্ট উপকরণসহ সংঘদান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি