বাঁশখালী পৌরসভার ২নং ওয়ার্ড বড়ুয়াপাড়া প্রবেশে সদর থেকে তিনটি যোগাযোগের রাস্তা আছে। একটি আশকরিয়াপাড়া হয়ে, একটি বাহারউল্লাহ পাড়া হয়ে, অন্যটি মিয়ারবাজার হয়ে হারুণ রাস্তা। ২০০৫ এর পর থেকে তিনটি রাস্তাই ব্রিকসলিন ছিল। গত ৫বছর ধরে সেই ব্রিকসলিন গর্ত-ভাঙা রাস্তা হয়ে কষ্ট করে বড়ুয়াপাড়ার ৪ হাজার জনগণ সদরে যোগাযোগ করে আস্ছে। কিন্ত গত এক বছর যাবৎ পৌরসভা সদরের সাথে বড়ুয়াপাড়ার সাধারণ জনগণ যোগযোগ বিচ্ছিন্ন, একপ্রকার গৃহবন্দীর মত অবস্থা। সদরে-শহরে বসবাসকারী বা চাকরিজীবীদের কষ্টের কথা বাদ দিলেও রোগী শিশু-মহিলা, বৃদ্ধ, লাশ পরিবহন সবকিছু মিলে নাজেহাল অবস্থা জলদী বড়ুয়াপাড়া সড়কগুলো। প্রতিদিন ছোটখাট দুর্ঘটনার সম্মুখিন হতেও দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা কামনা করছে ২নং ওয়ার্ডের বড়ুয়াপাড়াবাসী।
সবাই জানি, রাস্তার সংস্কার কাজ চলছে। কিছুদিনের মধ্যে সুন্দর যোগাযোগের স্বপ্ন দেখছে সবাই। তবে চতুর্দিকে যোগাযোগ বিচ্ছিন্ন করে এলাকাবাসীর এমন দুর্ভোগ কাম্য নয়। প্রত্যেক ঠিকাদারের সাথে সম্মিলিতভাবে প্রশাসনের সমন্বয় করে এলাকাবাসীর কথা চিন্তা করে, দুর্ভোগ লাঘবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
সংঘসেবক বড়ুয়া
এলাকাবাসীর পক্ষে- ২নং ওয়ার্ড, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম।