পোস্টারে দলীয় প্রধান ছাড়া কারও ছবি নয়

39

কোনও রাজনৈতিক দলের প্রার্থী তার নির্বাচনি পোস্টারে দলীয় প্রধানের বাইরে অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে জোটভুক্ত কোনও দলও জোটের শরিক কোনও দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না। এ তথ্য জানিয়ে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে গতকাল বুধবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে কমিশন এ ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও আচরণ বিধিমালায় এই ধরনের বিধানের কথা তুলে ধরেছে। খবর বাংলা ট্রিবিউনের
ইসির এই চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত কোনও দলের প্রার্থী তাদের পোস্টার, ব্যানার বা অন্য কোনও প্রচার উপকরণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে ১৪ দলীয় শরিক বা মহাজোটের নিবন্ধিত কোনও দলের প্রার্থীও
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি ব্যবহার করতে পারবেন না।
প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সম্প্রতি নির্বাচন কমিশনে দেওয়া একটি চিঠির প্রেক্ষাপটে কমিশন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এর আগে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের শরিক সব দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে চান— এমন আগ্রহের কথা জানিয়ে এ বিষয়ে ইসির ব্যাখ্যা চেয়ে চিঠি দেয়।
জানতে চাইলে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘আইন অনুযায়ী কার ছবি ব্যবহার করা যাবে বা কার ছবি ব্যবহার করা যাবে না, ইসি সে বিষয়ে সব দলকে ব্যাখ্যা দিয়েছে। কোন দল কার ছবি ব্যবহার করবে, সে বিষয়ে ইসি কোনও নির্দেশনা দেয়নি। রাজনৈতিক দলগুলোকে লেখা চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার বা ব্যানারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কোনও ছবি ছাপাতে পারবেন না। কোনও প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলে তিনি নিজের ছবি ও প্রতীকের পাশাপাশি দলীয় প্রধানের ছবি ছাপাতে পারবেন।’
চিঠিতে আরও বলা হয়েছে, কোনও নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করলে তাদের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবেন। কিন্তু নিজ দলের প্রধানের ছবি ছাড়া অন্য কোনও দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না।