পোলিও টিকা দেওয়ার জন্য গাজায় যুদ্ধ বিরতি

3

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য গাজা যুদ্ধে মানবিক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গাজা উপত্যকাজুড়ে অন্তত ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার এই কর্মসূচি রবিবার (১ আগস্ট) শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ডব্লিউএইচও’র এক সিনিয়র কর্মকর্তা রিক পিপারকর্ন বলেছেন, গাজার মধ্যাঞ্চল, দক্ষিণ ও উত্তর অংশে তিনটি আলাদা স্থানে তিনদিন ব্যাপী এই প্রচারাভিযান চলবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিশুদের পোলিও টিকা দেওয়া হবে। আসছে সপ্তাহে দুটি মুখে খাওয়ার ডোজ শেষ, চার সপ্তাহ পর আবারও টিকা দেওয়া হবে।
গাজায় পোলিওতে আক্রান্ত হওয়ার পর ১০ মাস বয়সী একটি শিশু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। এ ঘটনার কয়েকদিন পর গাজায় ২৫ বছরের জন্য পোলিও টিকাদান কর্মসূচির এই চুক্তিটি করা হয়। ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। এরই মধ্যে গাজায় মুখে খাওয়ানোর প্রায় ১২ লাখ ৬০ হাজার মিলিয়ন ডোজ পোলিও টিকা আনা হয়েছে।
আরও ৪ লাখ ডোজ শিগগিরই এসে পৌঁছাবে। জাতিসংঘ কর্মী ও অন্যান্য স্থানীয় স্বাস্থ্যকর্মীরা এই কর্মসূচিটি পালন করবেন।