আগে বল হাতে ২ উইকেট, ব্যাট করতে নেমে মাত্র ৩৪ বলে ৮৭ রানের তান্ডব লীলা, তাতেই কুপোকাত চেন্নাই সুপার কিংস। কাইরন পোলার্ডের বিধ্বংসী ইনিংসে ২১৯ রানের পাহাড়সম লক্ষ্য দাড় করিয়েও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তারা হারলো ৪ উইকেটে। যা কিনা আইপিএলের ইতিহাসে দ্বিতিয় সর্বোচ্চ রান তাঁড়া করে জয়ের রেকর্ড। শুরুতে ব্যাট করে আম্বারি রাইডুর ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইকে ২১৯ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চেন্নাই। বড় লক্ষ্য তাঁড়া করতে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ৩৪ রানে ফিরলে কুইন্টন ডি কক ফিরেছেন ৩৮ রানে, তারা ৭ ওভারে যোগ করেছিলেন ৭১ রান। সূর্যকুমার অবশ্য ৩ রানের বেশি করতে পারেননি। এরপর ক্রুনাল পান্ডিয়া ২৩ বলে ৩২ রান করেন। হার্দিক পান্ডিয়া থেমেছেন ৭ বলে ১৬ রানে। জিমি নিশাম ০ রানে আউট হলে শেষ ওভারে ১৬ রানের লক্ষ্যটাকে একাই পাড় করিয়ে দেন পোলার্ড। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট স্যাম কারানের। এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে আম্বাতি রাইডুর ব্যাটিং তান্ডবে ২১৮ রানের পাহাড়সম পুঁজি পায় চেন্নাই। ডু প্লেসিস আউট হয়েছেন ৫০ রানে। আর মইন আউট হয়েছেস ৫৮ রানে। রাইডু মাত্র ২৭ বলে ৭২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন।