পোর্ট সিটি ইন্টা. ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিলের সভা

3

গত ৪ এপ্রিল পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩০ তম একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম এমপি উপস্থিত ছিলেন। সভায় সকল প্রোগ্রামের ফল-২০২৩ ট্রাইমিস্টার এবং সামার-২০২৩ সেমিস্টারের চূড়ান্ত ফলাফল অনুমোদন দেওয়া হয়।
সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৬৭০ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের সুপারিশ করা হয়। বাংলাদেশ অ্যাক্রিডিটিশন কাউন্সিল এবং বাংলাদেশ মঞ্জুরি কমিশন কর্তৃক প্রবর্তিত বাংলাদেশ ন্যাশনাল কোয়লিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং একাডেমিক ও প্রশাসনিক এ্যাডভাইজার অধ্যাপক ড. এম মজিবুর রহমান, মো. আলি আজম স্বপন, এহসানূল হক রিজন (পরিচালক, অর্থ), বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, কো-অর্ডিনেটরবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সকল বিভাগীয় চেয়ারম্যানসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। উপাচার্য মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি