গত ১৬ নভেম্বর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র উপাচার্য প্রফেসর ড. মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে ৩৯তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় একাডেমিক কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত সকল প্রোগ্রামের স্প্রিং ২০২৪ ট্রাইমিস্টার এবং সেমিস্টার এর চূড়ান্ত ফলাফল অনুমোদন দেওয়া হয়। সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৪৫৯ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বাংলাদেশ মঞ্জুরী কমিশন কর্তৃক প্রনীত বাংলাদেশ ন্যাশনাল কোয়লিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রনীত অ্যাক্রেডিটেশন ম্যানুয়েল অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ব্যবসায় প্রশাসন, ইংরেজি ও জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ এর পুনঃবিন্যাসকৃত সিলেবাসের অনুমোদন দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিভাগে ১১ জন শিক্ষকের স্থায়ীকরণ, ৭ জন শিক্ষকের পদোন্নতি, ৬ জন শিক্ষকের শিক্ষা ছুটি, ১০ জন শিক্ষকের শিক্ষা ছুটির মেয়াদ বৃদ্ধি এবং ৩ জন শিক্ষকের এক্সট্রা অর্ডিনারী ছুটির অনুমোদন দেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ক্যাপিং বিম কনস্ট্রাকশনের নির্মাণ কাজের জন্য ডিপিএম এবং আরএফকিউ মেথডে আনুমানিক ছাব্বিশ লক্ষ আটত্রিশ হাজার নয়শত ছয় টাকার অনুমোদন দেয়া হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম মজিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, ইউজিসি কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত সিন্ডিকেট সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুন আক্তার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফসিউল আলম, ইংরেজি বিভাগের সভাপতি এ এস এম ইফতেখারুল আজম, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ফারজানা আমিন, সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি জুয়েল দাশ, প্রক্টর মো. রাশেদ খান মিলন, ও প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট এডভাইজর ইঞ্জিনিয়ার আবদুল হেকিম। বিজ্ঞপ্তি