পোর্ট সিটি ইউনিভার্সিটিতে হোমারের ‘দি ইলিয়াড’ মঞ্চস্থ

1

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের অভিনয়ে হোমারের মহাকাব্য ‘দি ইলিয়াড’ পরিবেশিত হয়েছে। গত ২২ ডিসেম্বর বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা আকতার এবং সিনিয়র প্রভাষক মুহাম্মদ ইশতিয়াক এর তত্ত¡াবধানে “ক্লাসিক্স ইন ট্রান্সলেশন” কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডীন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, এই ধরনের সৃষ্টিশীল কাজ আমাদের শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে সাহায্য করবে। বিভাগীয় সভাপতি এ. এস. এম. ইফতেখারুল আজমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, প্রক্টর, চেয়ারম্যানবৃন্দ এবং শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি