পোর্ট সিটি ইউনিভার্সিটি ইইই বিভাগের কর্মশালা

1

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভিন্ন ব্যাচের ২১ জন শিক্ষার্থী সফলভাবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) দ্বারা পরিচালিত হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে ১২ দিনব্যাপী শিল্প প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে। প্রশিক্ষণ কর্মশালা শেষে গত ৮ অক্টোবর, হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টে একটি সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক (এসই) প্রকৌশলী মো. হোসেন ইমাম, বিপিডিবি এর ট্রেনিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট এর ডিডি ও কোর্স সমন্বয়কারী প্রকৌশলী মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, ইইই বিভাগের চেয়ারম্যান দীপক কুমার চৌধুরী এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বলেন, এধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ইন্ডাস্ট্রি পর্যায়ের অভিজ্ঞতা অর্জন শিক্ষার্থীদের পেশাগত মানোন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিপিডিবিকে আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি