পোমরা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার পোমরা বঙ্গবন্ধু মডেল কে.জি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার (২২ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। শুরুতে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশ, জাতীয় সংগীত পরিবেশনা এরপর মশাল জ্বালীয় ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করা হয়। পরে একে একে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট খেলা, বালিশ খেলাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন কোমলমতী শিক্ষার্থীরা। এতে মিকি মাউস মাসকট’র ব্যতিক্রমী উপায়ে উপস্থিতি শিশু ও উপস্থিত অতিথিবৃন্দের মুগ্ধ করেছে। এদিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির অধ্যক্ষ ছানোয়ারা বেগম। অতিথি ছিলেন পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিমুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, পোমরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. ওমর ফারুক, কেজি স্কুলটির প্রতিষ্ঠাতা সদস্য এস এম সাইফুল ইসলাম খোকন।