ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে ১৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রের সেমিনার কক্ষে সপ্তাহব্যাপী ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম শীর্ষক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য পাশকৃত নবীন স্নাতক প্রকৌশলীদের কর্মজীবনের প্রবেশের পূর্বে পেশাদারিত্ব অর্জন ও কর্মক্ষেত্রের মৌলিক বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও প্রকৌশলী প্রবীর কুমার সেনসহ সিনিয়র প্রকৌশলীরা বক্তব্য দেন। এছাড়াও কেন্দ্রের প্রশিক্ষণ ও পেশাগত মান উন্নয়ন উপ-কমিটির আহব্বায়ক প্রকৌশলী এনামুল বাকী, রিসোর্সপার্সন এম. মুসলিম উদ্দিন, প্রকৌশলী কামালুর রহমান, প্রকৌশলী সোহেল শিকদার এবং কোর্স কো-অর্ডিনেটর ড. প্রকৌশলী মোজাম্মেল হক পিইঞ্জ. বক্তব্য দেন।
সভাপতির বক্তৃতায় প্রকৌশলী এম এ রশীদ বলেন, পুঁথিগত জ্ঞান ও কর্মক্ষেত্রে কর্মসম্পাদনের জ্ঞান এক নয়। পেশাদারী মনোভাব তৈরি ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই।
দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের ১৪৩জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করছেন। সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২০ জুলাই আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করবেন। বিজ্ঞপ্তি