পেশাগত-ব্যক্তিগত জীবনে ভারসাম্য রেখে কাজ করতে চাই: ঊর্বী

1

জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী ঊর্বী। প্রথমে বন্ধুত্ব, পরে সিনেমাটিক স্টাইলে তাঁকে বিয়ের প্রস্তাব দেন সালমান আহমেদ। গত ২৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে দুয়ে দুয়ে এক হয় চার হাত। ভালোবাসার সাজানো-গোছানো ঘরটা যেমন ভাগ করে নিতে হবে, তেমনই সংসারের সব দায়িত্বও নিতে হবে দু’জনকেই। সেই নতুন জীবনের প্রস্তুতিতে ব্যস্ত আছেন ঊর্বি। হানিমুনকেন্দ্রিক ব্যস্ততাও আছে। এ কারণে নতুন কোনো কাজ করছেন না তিনি। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন ঊর্বী। এরপর মডেলিংয়ে আসেন তিনি। সেটা ২০২০ সালের কথা। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ দিয়ে নাটকে অভিষেক হয় তাঁর। ২০২২ সালে এই মুহূর্তের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নাম লেখান তিনি। বর্তমানে নিয়মিত নাটক ও সিরিজে সাবলীল অভিনয়ে এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ ঊর্বী। সিনেমায়ও কাজ করেছেন। নির্মাতা সজল এ আজাদের ‘সিটি গোল্ড’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে মফস্বলের এক মেয়ের চরিত্রে তাঁকে দেখা যাবে। এর আগে শেষ করেছেন ‘অনাবৃত’ ও ‘জুন’ সিনেমার কাজ। নতুন বছর নিয়ে পরিকল্পনাও রয়েছে ঊর্বির। তাঁর ভাষ্য, ‘নতুন বছরে পর্দায় এমন কিছু চরিত্রে অভিনয় করতে চাই, যেগুলো আগে করিনি। সব মাধ্যমেই ভালো কিছু কাজ উপহার দিতে চাই। পেশাগত ও ব্যক্তিগত জীবনের ওপর ভারসাম্য রাখার ইচ্ছা রয়েছে, যেন একটার ওপর আরেকটার প্রভাব না পড়ে।’