নগরীর স্বনামধন্য বিদ্যাপীঠ পেরেন্টস্ কেয়ার স্কুল এন্ড কলেজে অত্যন্ত ভাবগাম্ভীর্যে এবং বর্ণাঢ্য আয়োজনে পালিত হল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন “শুভ জন্মশতবার্ষিকী”। অনুষ্ঠানমালায় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যা যথাযথভাবে পালন করা হয়। পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্য ডা আবদুল করিম এর নেতৃত্বে স্কুলের অধ্য ও শিক-শিকিাবৃন্দ বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতিতে সকাল ৯ টায় পুস্পমাল্য ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে নয়টায় পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজের অধ্য প্রফেসর জহরলাল ভট্টাচার্য বিসিএস শিা এবং স্কুলের এডমিন ডা. এম এ ফজলের নেতৃত্বে শিক-শিকিা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আনন্দ র্যালী নিয়ে স্কুল এলাকা প্রদণি করেন।সকাল সাড়ে দশটায় স্কুলের অধ্য প্রফেসর জহরলাল ভট্টাচার্যের সভাপতিত্বে চট্টগ্রাম শিা কল্যাণ ফাউন্ডেশন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিাবিদ ও গুণী চিকিৎসক এবং চশিক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্য ডা আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডমিন ডা. এম.এ ফজল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু একজন সফল নায়ক হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, বীরের ন্যায় ২৫শে মার্চের কালরাত্রিতে গ্রেফতার, দীর্ঘ ৯ মাস পাকিস্তানের কারাগারে মৃত্যুকে উপো করে বন্দী জীবন যাপন, ব্যক্তিত্বের মহিমায় বাংলাদেশের স্বাধীনতা অর্জন , দু’ দু’বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, পাকিস্তান সরকার যা পারে নাই তা জাতীয় বেইমান খোন্দকার মোশতাক আহমেদ গং দ্বারা ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু কে হত্যা এবং পরম কর”ণাময়ের অশেষ কৃপায় শেখ হাসিনার দেশ নেত্রীর আসন অলংকৃতকরণ, হাসিনার নেতৃত্বে ২১শে ফেব্র”য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপদান সর্বোপরি হাসিনা কর্তৃক বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে শ্রেষ্ঠ দেশের মর্যাদায় আসীন করার পূর্বাপর ঘটনার বি¯-ারিত বর্ণনা দেন। অনুষ্ঠানের সভাপতি অধ্য প্রফেসর জহরলাল ভট্টাচার্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে যেমন বর্তমান সরকার কাজ করছেন, তেমনি পেরেন্টস কেয়ার স্কুল এন্ড কলেজকে একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করতে অধ্য ডা আবদুল করিম স্যারের স্বপ্ন বাস্থবায়নে উপস্থিত সকল শিক-শিকিার সক্রিয় সহযোগিতা কামনা করেন। অধ্য মহোদয় অনুষ্ঠানকে সার্থক করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় অধ্য ডা আবদুল করিম স্যার-র প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিনিয়র শিক এন.এইচ নিরবের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আরো বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিকিা জোহরা আবজুন শিউলি, রেভা রানী দাশ, নাজনীন আক্তার, আফরোজা আকতার, টুম্পা ভট্টাচার্য প্রমুখ। প্রসংগত: টুম্পা ভট্টাচার্যের পরিবেশনায় মু হয়ে প্রধান অতিথি অধ্য ডা. আবদুল করিম তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন। এ ছাড়াপ প্রধান অতিথি ব্যক্তিগতভাবে উপস্থিত সকল শিকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। পরিশেষে প্রধান অতিথি অধ্য ডা আবদুল করিম বঙ্গবন্ধুকে স্মরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ জীবন দানের জন্য এবং “করোনা” ভাইরাসের সংক্রমণ রোধে দেশবাসীকে রা করতে আলাহর সাহায্য প্রার্থনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন। বিজ্ঞপ্তি