পেকুয়ায় হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

52

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমণে নুরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী দুর্গম পাগাড়ি এলাকা ঘিলাতলীতে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম আবাদীঘোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, নুরল ইসলাম ও তার স্ত্রী বানু বেগম শুক্রবার রাতে ধান পাহারা দিচ্ছিলেন। কাটার পর খোলা মাঠে স্ত‚প করে এসব ধান রাখা হয়। স্বামী-স্ত্রী দুজনে ধান পাহারা দেওয়ার এক পর্যায়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘুম ভাঙলে নুরুল ইসলামের স্ত্রী দেখেন হাতির পাল। তিনি স্বামীকে ডেকে দৌড়ে রক্ষা পান। কিন্তু হাতির আক্রমণের শিকার হন নুরুল ইসলাম এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ জাকির হোসেইন ভূইয়া গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।