পেকুয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

20

পেকুয়ায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। একদল মুখোশপরা চোরেরদল পাকা বসতবাড়িতে গভীর রাতে হানা দেয়। এ সময় দু’নারীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে ওই বসতবাড়ি থেকে নগদ টাকা, জায়গা জমির কাগজপত্র, দলিলাদি, মামলা মোকাদ্দমার প্রয়োজনীয় তথ্যাদি, স্বর্ণালংকার, ব্যাংকের চেক বই, আইডি কার্ড, মুঠোফোন ও মুল্যবান দ্রব্য সামগ্রী লুট করে। ২৩ জুলাই দিবাগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে দুর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই দিন গভীর রাতে মৌলভীপাড়া গ্রামের মৃত হাফেজ আহমদের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বসতবাড়ির মালিক মৃত হাফেজ আহমদের স্ত্রী আয়েশা বেগম জানান, ওই দিন গভীর রাতে তার বাড়িতে ৪/৫ জনের চোরের দল হানা দেয়।

বসতবাড়ির এক তলা ভবনটির ছাদের ফটক দিয়ে চোরের দল বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তার মেয়ে লাইলা বেগমের একটি কক্ষে অভিনব কৌশলে চোর প্রবেশ করে। মুখোশ পরিহিত ২ জন চোর ধারালো ছোরা তাক করে। এক পর্যায়ে সব জিনিস তারা নিয়ে সটকে পড়ে। কয়েক দিন আগে মুঠোফোনে হুমকি দিয়েছিল চোরের দল।