পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

10

কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে আবু নোয়াফ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার পেকুয়া বাজারের ব্যবসায়ী আবুল বশরের ছেলে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই ব্যবসায়ী বশরের বাড়ির পুকুরে ডুবে শিশুটি মারা যায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘরের উঠানে সে অন্য ছেলেদের সাথে খেলা করছিল। কোন এক সময় বাড়ির সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করলে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু নোয়াফের মৃত দেহ উদ্ধার করা হয়। এদিকে শিশুর অকাল মৃত্যুতে পরিবারের চলছে শোকের ছায়া। নিহত নোয়াফ পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের ভাতিজা। বৃহস্পতিবার আছরের নামাজের পর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে নিহত শিশুটিকে দাফন সম্পন্ন হয়।