পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বিকাল ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কবির আহমদ চৌধুরী বাজারে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়ে বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, উপজেলা যুবদলের আহŸায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুজ জামান, যুগ্ম আহব্বায়ক সহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতারা শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিসানুল হক জিসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহŸায়ক আহসান উল্লাহ ও উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাঈমুর রহমান হৃদয়।
প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচন নিয়ে কোন ধরনের তালবাহনা শুরু করলে তওহীদি জনতা নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিবে। ফেব্রæয়ারিতে নির্বাচন দিতে ব্যর্থ হলে নতুন করে অভ্যুত্থান হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, আগে বলেছে পিআর এর কথা। এখন বলছে গণভোটের কথা। গুপ্ত সংগঠন বারবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখবেন আগামীর বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সালাউদ্দিন আহমদের বাংলাদেশ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে ধানের শীষ প্রতীকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাপনী বক্তব্যে পেকুয়া উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, যারা বিগত ১৭ বছর আওয়ামী লীগের বুকে ঘুমিয়েছে তারা বলে তাদের নেতৃত্বে আওয়ামী লীগের পতন হয়েছে। তাদের লজ্জা থাকা উচিৎ। আগামী সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষের পক্ষে যুবদল নিজেদের জীবন উৎসর্গ করবে।










