পেকুয়া উপজেলা কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

1

পেকুয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পেকুয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টার সময় পেকুয়া সমবায় সমিতি মিলনায়তনে উপজেলা কৃষক দলের আহবায়ক আবু ছিদ্দিক রনির সভাপতিত্বে ও সদস্য সচিব মনছুর আলম ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার এবং জেড এম মুসলেমউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, আপনারা যারা সালাহউদ্দিন আহমদের এলাকায় কৃষক দল করেন আপনাদের গৌরবান্বিত হওয়া দরকার। দেশ, মাটি ও মানুষের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদের উন্নয়নকে সাধারণ মানুষের দারপ্রান্তে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা মহল ভিন্ন কৌশল নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছে। তারা প্রিয় নেতার উন্নয়নকে অস্বীকার করতে চায়। যারা জনগণের কল্যাণে একটা ইটও বসাতে পারেনি তারা আজ ধর্মের কথা বলে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছে এবং অপপ্রচার চালাচ্ছেছ। ধোঁকাবাজ থেকে সতর্ক থাকতে হবে সতর্ক রাখতে হবে।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার বলেন, মেজর জিয়া কৃষক দল প্রতিষ্ঠিত করার পর খাল খনন কর্মসূচি দিয়ে নিরাপদ চাষাবাদ নিশ্চিত করে কৃষি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করছিলেন। বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে হলে কৃষককে শক্তিশালী করতে হবে। পেকুয়ায় কৃষক দল অনেক সুসংগঠিত হয়েছে কিন্তু এখানে একটা সতর্কবার্তা হচ্ছে কৃষকদল গোছাতে গিয়ে যেন কোন স্বৈরাচারকে পুনর্বাসন করা না হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা কৃষক দলের যু. আহবায়ক ছালেহ আহমদ, মাঈনুদ্দিন, ডা. জহিরুল ইসলাম, ইকবাল হোসেন, মোক্তার মুরাদ, ছরওয়ার উদ্দিন, এহসানুল হক চৌধুরী, মঈনুদ্দিন, রাশেদ এলাহী, তৌহিদুল ইসলাম, আবু ইউছুপ, আলী আকবর, রুহুল কাদের, নুরুল ইসলাম, মিজানুর রহমান, আরিফুল ইসলাম এবং পেকুয়া উপজেলার সকল ইউনিয়ন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।