পেকুয়া প্রতিনিধি
পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সংস্কারের যৌক্তিক দাবির প্রেক্ষিতে বিভিন্ন অনিয়মের তদন্তের প্রশাসনের কালক্ষেপন এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল (২ অক্টোবর) বুধবার সকাল ১১টায় শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পেকুয়া সরকারি মডেল জিএমসির প্রাক্তন ছাত্র আব্দুল্লাহ আল ফরহাদ, মামুন হোসেন হৃদয়, অভিভাবক হেলাল উদ্দিন ছিদ্দিকী, জিহাদুল ইসলাম জিহাদ, আব্দু রহমান সজিব, লামিজা হক মীম, সামিয়া ইসলাম তাকওয়া, রামিজা ইবনাত ওহি চৌধুরী।
বক্তরা বলেন, পেকুয়া তথা কক্সবাজারের ঐতিহ্যবাহী বিদ্যালয় পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন। এই বিদ্যালয়ের ছাত্ররা আজ বাংলাদেশে গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা রাখছেন। কিন্তু বর্তমানে এই বিদ্যালয়ের পড়াশুনার মান, দুর্নীতিতে পুরো স্কুলটি শেষ করে ফেলছে। অবৈধ পন্থায় শিক্ষক নিয়োগ, শিক্ষকের বেতন ভাতা আত্মসাৎ, কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য, পাঠদানে অমনোযোগী, টাকা আত্মসাৎসহ নানা দুর্নীতির জন্য দায়ী প্রধান শিক্ষক জহির উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষিক নুরুল হোছাইন। তাদের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনকে জানালেও তদন্ত ঠিক মত হচ্ছে না, তাই দ্রুত সঠিক তদন্ত করে তাদেরকে অপসারণ এবং বিদ্যালয়ের সংস্কারের যৌক্তিক দাবি জানাচ্ছি।
অপরদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক নুরুল হোছাইনের অপসারণের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন ও দিনভর বিক্ষোভ করেছে অধ্যয়নরত শিক্ষার্থীরা।