পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বিকেলে নাস্তা কিনতে গিয়ে রাস্তা পারাপারে টমটমের ধাক্কায় আহত হয় শিশুটি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেকুয়ায় গরু বোঝাই দ্রুতগামী একটি ব্যাটারীচালিত (ইজিবাইক) টমটম তাকে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় মারা যায় শিশু আব্দুল্লাহ আল্ মামুন (৭)। বিকেল সাড়ে ৫ টায় এবিসি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন সিকদার পাড়ার আরাফাতের দোকানের সামনে মর্মান্তিক এঘটনা ঘটে।
নিহত মামুন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকার দুবাই প্রবাসী আব্দুল মন্নানের ছেলে।
ইউপি সদস্য এম শাহনেওয়াজ আজাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু মামুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে দুবাই থেকে দেশে আসছেন নিহত শিশুর পিতা আব্দুল মন্নান। আজ বুধবার সকালে সিকদার পাড়া জামে মসজিদে মামুনের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে।