পেকুয়ায় শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

1

পেকুয়া প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ডিসেম্বর পেকুয়া জমিদার বাড়ির মাঠে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার প্রধান উপদেষ্টা এএমএম শাহজাহান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম এ ছফা চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি হোসাইনুল ইসলাম মাতব্বর। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কক্সবাজার জেলা শাখার সাবেক সভাপতি ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা জসিম উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার নির্বাহী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার জেলার সচিব রঞ্জিত কুমার চক্রবর্তী প্রমুখ।
বক্তারা সবাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ ঈদ বোনাস প্রদানসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের জোর দাবি জানান। ২য় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমকে সভাপতি ও শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও টৈটং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিক্ষক সমিতি পেকুয়া উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।