পেকুয়া প্রতিনিধি
বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সের হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইনের মাল্টিপ্লাগের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে আবদুল হামিম (৫) নামের এক শিশু মারা গেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর গোঁয়াখালী এলাকার আখতার আহমদের ছেলে মোস্তাকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল হামিম উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমা কাটা এলাকার মো. কামাল হোসেন ও আনিছা বেগম দম্পতির ছেলে। সে পেকুয়ায় নানার বাড়িতে থাকে।
নিহতের নানা নেছার আহমদ বলেন, আমার বড় মেয়ে আনিছার ছেলে হামিম আমার বাড়ি থাকে। অন্য শিশুদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে কারেন্টের তারে জড়িয়ে মারা যায়।
বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করে পেকুয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান দেখতে গয়ে হামিম নামে এক শিশু সাউন্ড বক্সের মাল্টিপ্লাগের তারে জড়িয়ে এক শিশু মারা যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পেকুয়া বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বিয়ের অনুষ্ঠানে একটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, খবর পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত শিশুর পিতা-মাতা লিখিতভাবে অনাপত্তি দেয়ায় পিতা-মাতা কামাল হোসেন ও আনিছা বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।