পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

0

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পশ্চিম নন্দীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নেজাম উদ্দিন একই এলাকার মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ না থাকার সময়ে তিনি বাড়ির চারপাশে ছড়িয়ে থাকা গাছের ডাল কাটতে গাছে উঠেন। একটি গাছের ডাল কাটার পর অপর গাছে উঠামাত্র বিদ্যুৎ চলে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই তার মৃত্যু হয়। পরে গাছের উপরে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পেকুয়া সদর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু ছালেক সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ বন্ধ দেখে নেজাম উদ্দিন বাড়ির উঠানে গাছ কাটতে ওঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।