পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

1

পেকুয়া প্রতিনিধি

পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাটা পাহাড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুবরণ করেছেন এক যুবক। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে টইটং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রমিজ পাড়ার জমির হোছাইনের কলাবাগানের পুকুর থেকে ৪নং ওয়ার্ডের কাটা পাহাড় এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে জামাল উদ্দিনের (৪৫) মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও নিহতের বড় ভাই জয়নাল ও কামাল জানান, নিহত জামাল উদ্দিন জমিরের কলাবাগানের ওই পুকুর থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে কলাবাগানে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যান জামাল। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তিনি মৃত্যুবরণ করেন। নিহত জামাল ৪ সন্তানের জনক।
নিহত জামালের বড় মেয়ে তাহিয়ার একমাস আগে বিয়ে হয়েছে। মেজো মেয়ে তাজবিহার বয়স ১২, সেজো মেয়ে ঝর্ণার বয়স ৭ বছর। আর একমাত্র ছেলে রায়হানের বয়স মাত্র ২ বছর।
এদিকে পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তিনি জানান, স্থানীয়দের সাথে এবং পরিবারের সাথে কথা বলে প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।