পেকুয়া প্রতিনিধি
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের অধীনের বনভূমির অভ্যন্তরে অবৈধ ভাবে বালি উত্তোলনের সময় বনবিভাগ ও পেকুয়া থানার যৌথ অভিযানে ৪টি মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। ৩০ এপ্রিল বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পেকুয়া উপজেলার বারবাকিয়া ও টইটং সীমান্ত প্রবাহিত ছড়ার পাদদেশে কৃত্রিম উপায়ে প্রক্রিয়া করণের মাধ্যমে পাহাড় কাটা মাটি কেটে বালিতে রূপান্তর করে মেশিনের সাহায্যে বালি উত্তোলনের সময় চৌকিদার পাড়ার অংশ থেকে শফিউল আলম ও বাদশাহর মেশিন সহ বালি উত্তোলনের সরঞ্জাম সহ জব্দ করা হয়। এ ঘটনায় ৪টি পৃথক মামলা দায়ের করা হয়। স্থানীয় সুশীল সমাজের লোকজন বলেন, বনবিভাগের লোকজনকে অনুরোধ করেও আগে পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান করা যেত না সেখানে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জমান যোগদান করার পর পাহাড় কাটা অবৈধ বালি উত্তোলনের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিরোধ অভিযান অব্যাহত রাখেন। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, পাহাড় খেকোদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। যতই মিথ্যা প্রপাগাÐা সৃষ্টি করা হোক তাদের অপরাধের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, সাবেক পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সময়ে টইটং মধুখালীতে জব্দ করা বালি এখনো অক্ষত থাকলেও বর্তমানে এই বালিগুলো বিক্রি করে দেয়া হয়েছে বলে মিথ্যাচার করা হচ্ছে। মূলত অসাধু একটি চক্র তার কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে তারা ক্ষুব্ধ হয়ে এমন পাগলামি করছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।