পেকুয়া প্রতিনিধি
পেকুয়া উপজেলার মগনামায় আওয়ামী লীগ নেতা বদিউল আলমের নেতৃত্বে অসহায় মহিলার বসত ভিটা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপজেলার মগনামা ইউনিয়নের কোদাইল্যাদিয়া ৭নং ওয়ার্ডের কামাল হোসাইনের স্ত্রী শাহনাজ বেগম বিগত ২০বছর ধরে বসবাসরত বসতভিটা একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে নুরুল কাদের তার শ্যালক স্থানীয় মেম্বার, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, বদিউল আলম ও তার ভাই শফির নেতৃত্বে জবর দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ শুরু করলে শাহনাজ চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মৌখিকভাবে ক্রয় করে জমিটিতে ২০ বছর ধরে বসবাস করলেও দীর্ঘ ১২ বছর ধরে বদিউল আলম মেম্বার ও শফি তাদের ভগ্নিপতি নুরুল কাদেরের মাধ্যমে নানাভাবে হামলা মামলা করে বসত ঘরে যেতে দিচ্ছেন না। ২০১০ সালে ৪২৭৫ নং কবলা মূলে ১৬ শতক জমি তার ভাই নজরুল ইসলামের নামে ক্রয় করেন। পরে ২০১৮ সালে ১০ শতক জমি তার মেয়ের নামে ক্রয় করেন। দুই কবলার জমি ৩ শতক জমি জবর দখল পাকা বাউন্ডারি ওয়াল নির্মাণ করলে তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করে তাড়িয়ে দেন। এব্যাপারে রিয়াজুল করিম চৌধুরী বলেন, নুরুল কাদের সালিশি বৈঠকে ওই জমির মালিকানা অর্জনের কোন কাগজপত্র দেখাতে পারেনি। শাহনাজ বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করায় বর্তমানে হাঁটা-চলা করতে দিচ্ছেনা। লবণ বিক্রি করতে দিচ্ছেনা। আওয়ামী লীগ সরকারের সময়ে দীর্ঘ ১২ বছর বসত ঘরে বসবাস করতে দেয়নি। আসামিদের দাপটে মামলা মোকদ্দমা পর্যন্ত পরিচালনা করতে দিচ্ছেনা। তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মেম্বার বদিউল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন বলেন শাহনাজের সাথে তার ভগ্নিপতি নুরুল কাদেরের বিরোধ রয়েছে সেখানে তিনি ও ভাইদের অহেতুক জড়াচ্ছেন এবং মিথ্যা অভিযোগ তুলছেন।