পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় সচেতন নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, সাংবিধানিক অধিকার, পিতা-মাতার ভরণপোষণ আইন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে সকাল ১০টায় লিগ্যাল এমপাওয়ারম্যান বাংলাদেশ ও শিলখালী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে ও শিউবি অ্যালমনাই এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক চট্টগ্রাম পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক বেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। শিলখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বাছাইকরা ৩শ শিক্ষার্থীর মাঝে সাংবিধানিক অধিকার ও পিতা-মাতার ভরণ পোষণ আইন বিষয়ে বিশদ কর্মশালা পরিচালনা করেন, লিগ্যাল এমপাওয়ারম্যান বাংলাদেশের সহকারী কোঅর্ডিনেটর এএম ইয়াছির। তিনি দুটি প্রতিপাদ্য বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনা শেষে শ্রেণী ভিত্তিক কুইজ পরিচালনা করেন। প্রত্যেক শ্রেণী থেকে প্রথম ধাপে ৫জন পরে ৫জন থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। কর্মশালা শেষে প্রতিপাদ্য বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন আহমদ, প্রাবন্ধিক আলোচনা পেশ করেন- শিউবি অ্যালমনাই এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট মহিউদ্দিন, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আবদুল্লাহ আনসারী, লিগ্যাল এমপাওয়ারম্যান বাংলাদেশের নির্বাহী পরিচালক খায়রুল আলম। এসময় শিউবি অ্যালমনাই এসোসিয়েশনের সহ সভাপতি কমর উদ্দিন, পিটিএ সভাপতি মুহাম্মদ রমিজ উদ্দিন, আপ্যায়ন সম্পাদক ছরওয়ার আলম ভুট্টো, শিক্ষক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- মুহাম্মদ আরিফ, মুহাম্মদ রফিক উদ্দিন, ননী কুমার ধর, কফিল উদ্দিন, লাকী মনি। শিউবি অ্যালমনাইয়ের পক্ষ থেকে অধ্যয়নরত শিক্ষার্থীর সার্বিক পর্যালোচনায়(পিটিএ অবজারভেশন) প্রতি শ্রেণীর ৪জন করে মোট ২০জনকে অনুদানমুলক বৃত্তি প্রদান হিসেবে নগদ ৪০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।