পেকুয়ায় নাহার এগ্রো গ্রুপের কম্বল বিতরণ

1

পেকুয়ার শিলখালী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি এসব কম্বল বিতরণ করেন নাহার এগ্রো গ্রুপের ডিজিএম আলা উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শিলখালি ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রশিদ বি এ, নাহার এগ্রো গ্রুপের মার্কেটিং অফিসার কামরুল ফরহাদ রিয়াদ, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য রেজাউল করিম, মহেশখালী সদর হাসপাতালের ডা. শিমুল, ব্যবসায়ী মো. কায়সার, মো রিদুয়ান, আহমেদ হোসেন প্রমুখ।