পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় হত দরিদ্র দিন মজুরের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলা দায়ের করে গ্রেফতারের অভিযোগে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়ার মোহাম্মদ হোছাইনের ছেলে সাহাব উদ্দিনকে ২০মার্চ বিকাল ৪টার দিকে ৫নং ওয়ার্ডের মাতবর পাড়ায় মাটি কাটা অবস্থায় পেকুয়া থানার এস.আই মাসুক আটক করে থানায় নিয়ে যায়। আটক সাহাবউদ্দিনের স্ত্রী নুসরাত জাহান আলিয়া বোন কুলসুম বেগম জানান, থানায় খোজ নিয়ে জানতে পারি সাহাব উদ্দিনের বিরুদ্ধে তাদের প্রতিবেশী শফি আলমের স্ত্রী সুরমা বেগম ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে। এ ব্যাপারে পেকুয়া থানার এস.আই মাসুক আহমেদ বলেন, গৃহ বধূ সুরমার লিখিত অভিযোগ ও মেডিকেল রিপোর্টের ভিত্তিতে সাহাব উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। এ মামলা একমাত্র আসামি সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সাহাবউদ্দিনের মা সাজেদা বেগম বলেন, একটি সিএনজি চুরির বিষয়ে শফি আলম গং এর সাথে সাহাব উদ্দিন সহ কয়েকজন এলাকাবাসীর সাথে মারামারি হয়েছিল। তখন থেকে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় তারা শফি আলমের বউকে হাতে নিয়ে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে গৃহবধূ সুরমাকে হত্যার ভয় দেখিয়ে দু সন্তানকে সহ জিম্মি করে ধর্ষণ করেছে। তার সন্তানদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তাদেরও সাহাব উদ্দিন ভয় দেখিয়ে চলে যায়। প্রতিবেশী স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে সাহাবউদ্দিন আটক হওয়ার পূর্বে ধর্ষণের বিষয়ে কিছুই জানা যায়নি। স্থানীয় ইউপি সদস্য আবু সালেক বলেন, আটক হওয়ার আগ পর্যন্ত ধর্ষণের বিষয়ে তিনিও কিছু জানেনা। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সুবিচার নিশ্চিত করার আহবান জানান।