পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে (ডেভিল হান্ট) ওয়ারেন্টভুক্ত ও নাশকতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ জুন দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পেকুয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল মোস্তফার দিকনির্দেশনায় ও এসআই রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগনামা বাজার পাড়া এলাকার মৃত আব্দু সাত্তারের পুত্র আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ মাদু, টৈটং কেরানছুড়ি এলাকার মফিজুর রহমানের ছেলে রুবেল হোসেন, পেকুয়া সদর হরিণাপাড়ি এলাকার রশিদ আহমদের ছেলে তাঁতীলীগ নেতা জিয়া উদ্দিন, টৈটং ধনিয়া কাটা এলাকার জাফর আহমেদের ছেলে মোক্তার হোসেন, মগনামা নুইন্যার পাড়া এলাকার আহমদ কবিরের ছেলে যুবলীগ নেতা মোস্তাক মিয়া, পেকুয়া সদর পশ্চিম বাইম্যখালী এলকার মৃত বশরত আলীর ছেলে কৃষকলীগ নেতা আলমগীর, রাজাখালী উলুদিয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আলম, টৈটং হিরাবনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে মোকাদ্দের, শিলখালী জারুলবনিয়া সেগুনবাগিচা এলাকার মৃত আলী হোসেনের পুত্র নাসির উদ্দীন, রাজাখালী সুন্দরী পাড়া এলাকার মৃত উলা মিয়ার ছেলে জামাল হোসেন, জামাল হোসেনের ছেলে শহিদুল ইসলাম সাদ্দাম। গ্রেফতারকৃতদের ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে, পেকুয়ায় কেউ নাশকতার পরিকল্পনা করলে তাদেরকে শক্তহাতে দমন করা হবে। নাশকতাকারীদের কোন ছাড় নেই।