পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক প্রতিবন্ধী যুবকের। তার নাম আবদুস সালাম (৪০)। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে হেছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে পেকুয়ার ব্যস্ততম এলাকা চৌমহনী ফুলকলির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবদুস সালাম উপজেলার টইটং ইউনিয়নের বকসুমোড়া এলাকার মৃত নুরুল আলমের ছেলে। তিনি টইটং এর তোহা বাজারে একটি মুদির দোকান চালাতেন। তার দুইটি সন্তান রয়েছে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মর্গে প্রেরণ করে।
নিহতের ভাই কালু জানান, দুপুরে পেকুয়া বাজার থেকে দোকানের জন্য সদাইপণ্য আনতে যাওয়ার সময় লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দ্বিখন্ডিত হয়ে সালাম মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আমার ভাইয়ের ২টি ছোট ছোট ছেলে রয়েছে। এর আগেও তিনি একবার গাড়ি দুর্ঘটনায় ১ পা হারিয়ে প্রতিবন্ধীত্ব বরণ করেছিলেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।