পেকুয়ায় ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

1

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. ফয়সাল (২৫) পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বারবাকিয়া ইউনিয়নের জালিয়াকাটা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পেকুয়া সদর ১নং ওয়ার্ড গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা ও ভাঙচুর করে নৌকা প্রতীকের পক্ষে ভোট ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া পেকুয়া বাজারে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ রয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, থানার উপপরিদর্শক উগ্যজাই মারমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়ে দেওয়া হয়।