পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে একটি বন্দুক ও দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮) শিলখালী ইউনিয়নের আলেকদিয়াকাটার মৃত কবির আহমদের ছেলে। তিনি শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের কাছে অস্ত্র রয়েছে, এমন খবর পায় পুলিশ। এরপর থেকে তার ওপর নজর রেখে আসছিল পুলিশ। গত সোমবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘর থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।