পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন সালাহউদ্দিন আহমদ

1

পেকুয়া প্রতিনিধি

পেকুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ১৪ মার্চ বিকেলে সালাহ উদ্দিন আহমদের পক্ষে পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির নেতৃবৃন্দ এই নগদ অর্থ সহায়তা বিতরণ করেন। অর্থ সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন, সালাহ উদ্দিন আহমদের একান্ত সচিব ছফওয়ানুল করিম, পশ্চিম জোন বিএনপির আহবায়ক এম. শাহনেওয়াজ আজাদ এমইউপি, সদস্য সচিব আবদুল মোনাফ, উপজেলা বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক মনজুর আলম, পশ্চিমজোন বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ওসমান গণিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অর্থ সহায়তা বিতরণ শেষে সদর পশ্চিম জোন বিএনপির আহবায়ক ও পেকুয়া সদরের প্যানেল চেয়ারম্যান এম. শাহনেওয়াজ আজাদ পশ্চিম জোন বিএনপির ইফতার মাহফিলের সকল অর্থ এই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করার ঘোষণা দেন। গত ১১ মার্চ বিকেলে পেকুয়া সদরের গোয়াখালী বটতলিয়া পাড়া এলাকায় ৮টি পরিবারের ৫টি বসতঘর পুড়ে গিয়েছিল।