‘পৃথিবীতে ইসলাম ধর্মই সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে’

1

ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে ২ দিনব্যাপী ৪৪ তম ফতেয়াবাদ সুন্নি কনফারেন্সের ১ম দিবসে বক্তারা বলেন, সারাবিশ্বে মারাত্মক অস্থিরতা বিরাজ করছে। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কুচক্রীমহল অপতৎপরতায় লিপ্ত থাকলে সমাধানের জন্য কেউ এগিয়ে আসছে না। এমন পরিস্থিতিতে বিশ্বমানবতা ভূলুণ্ঠিত হলেও এর সমাধান কেউ খুঁজে পাচ্ছে না। অথচ এর সমাধান বিশ্ব নন্দিত জীবন-বিধান ইসলামের মধ্যেই রয়েছে। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে। ফতেয়াবাদ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন কমিটি ও ইসলামী ছাত্রসেনা ১২ নং চিকনদন্ডি ইউনিয়ন ও ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড শাখার যৌথ ব্যবস্থাপনায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে ২ দিনব্যাপী ৪৪ তম সুন্নি কনফারেন্সের ১ম দিবসে আলোচকবৃন্দ উপরোত্ত মন্তব্য করেন। ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নেজামীর সভাপতিত্বে ও মুহাম্মদ ইমদাদুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. কাফিল উদ্দিন সরকার সালেহী। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আলকাদেরী, ছিপাতলী গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা গাজী শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আলকাদেরী, আল্লামা আলাউদ্দিন জিহাদি, মাওলানা মুহাম্মদ আইয়ুব আলকাদেরী। উদ্বোধক ছিলেন মাওলানা মুহাম্মদ উল্লাহ ফারুকী। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা ছালেহ আহমদ আনছারী, মাওলানা সৈয়দ মুহাম্মদ মফজল আলম, মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা ইদ্রিস তাহেরী, মাওলানা নুরুল আবসার কাদেরী, মাওলানা আলী আকবর, মাওলানা ঈসা আহমদ আনসারী, মাওলানা আবুল হাশেম, মাওলানা মাহমুদ রেজা, হাফেজ মাওলানা ইসমাইল, মাওলানা হাসান আলী, ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম, আনোয়ারুল আলম, আলী ফারুক চৌধুরী, মুহাম্মদ জসীম উদ্দিন, কাজী এনামুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম, শওকত আলী, সোলায়মান জাহান, আবু নাজেম, কাজী আছাদুজ্জামান, জানে আলম, হাসান ফিরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি